
ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:রাজধানীর মিরপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে। পূর্বঘোষিত ‘ছাত্র-জনতার গণমিছিল’ নামে কর্মসূচিতে অংশ নিয়ে মিরপুর -১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ৪টার দিকে মিরপুর-১০ নম্বরে বিক্ষোভ শুরু হতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এসময় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
তবে জনমনে কিছুটা ভীতি এবং আতঙ্ক লক্ষ্য করা যায়। আশেপাশের কিছু দোকানপাট বন্ধ থাকতেও দেখা যায়।