
সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুর পল্লবী থানার ডিওএইচএস সংলগ্ন সাগুফতা সড়কে ট্রাস্ট পরিবহনের একটি বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে ‘ঢাকা মেট্রো-ব ১১-৯৯৫৭’ নম্বরের বাসটি সড়কের পাশে পার্কিং অবস্থায় থাকাকালীন হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২৫ মিনিটের টানা প্রচেষ্টার পর রাত ১২টা ৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তাদের দ্রুত তৎপরতার কারণে আগুন আশপাশের ভবন বা অন্যান্য যানবাহনে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দল পাঠানো হয়। আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। বাসটি দীর্ঘ সময় ধরে পার্কিং অবস্থায় থাকায় কোনো চালক বা যাত্রী সেখানে ছিলেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেন।
সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সামনের অংশ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।