তানজিনা আফরিন – আবাসন নির্মাণ ব্যবসায়ীদের সংগঠন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে ১২,ই রমজান বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১২,মিরাজ কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় ওহিদুজ্জামান বলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরাম রিহ্যাবর একটি অংশ অনুষ্ঠানের আয়োজনকারী সকলকে তিনি ধন্যবাদ জানান এবং মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সমৃদ্ধি কামনা করেন।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন
মিরপুর রিয়েল এস্টেটে ফোরামের সভাপতি শহীদুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিরপুর রিয়েল এস্টেটের ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামীম,
উপস্থিত ছিলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রধান উপদেষ্টা মিঞা সেলিম রাজা পিন্টু, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মশিউর রহমান চৌধুরী সহ্ মিরপুর রিয়েল এস্টেট ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ ও আগত অতিথি বৃন্দ প্রমুখ।