
মেহেদী হাসান বাপ্পী স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে ৫৬ তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল দশটার সময় পুলিশ ট্রেনিং সেন্টার এ এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। এসময় উপস্থিত ছিলেন পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোহাম্মদ আশফাকুল আলম, অ্যাডিশনাল ডিআইজিবৃন্দ, পিটিসি টাঙ্গাইলের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ, টাঙ্গাইল জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিবর্গ, সাংবাদিকগণ, প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্যবৃন্দ। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ৫৬ তম টিআরসি ব্যাচের ৬২৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করাই হবে তাদের প্রথম ও প্রধান অঙ্গীকার। এ সময় তিনি নবীন সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তার বক্তব্যে শেষ করেন।