 
     
 
ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার :রাজধানী পল্লবীর মীরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর বর্তমান কমিটির নানা অনিয়ম,দুর্নীতি, পদ বাতিল করার হুমকি প্রধান সহ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন রেজুলেশন করে সাধারণ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কারণে আগারগাঁয়ের সমবায় অধিদপ্তর এর সামনে মানববন্ধন করেন সাধারণ কমিটির সদস্যবৃন্দরা।
এ সময় সমিতির সাধারণ সদস্যগণ কর্তৃক বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ের কথা বলেন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা।
বিভিন্ন অভিযোগের পরে সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা সমবায় অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। এছাড়াও দায়ের করা মিথ্যা মামলার বিষয়ে বলেন তারা। তবে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণ চেয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান সমবায় অধিদপ্তরের দায়িত্বশীলদের প্রতি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর পাঠান মিন্টু, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়া, সদস্য আমানুল্লাহ আমান, সদস্য মিসেস সাহিদা, সদস্য গোলাম মোস্তফা মাস্টার, সদস্য আবদুল সেলিম সহ মীরপুর শহীদ স্মৃতি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দরা।