
মোঃ সোহানুর রহমান।
শনিবার ৬/১২/২৫ ইং তারিখে মুক্তাগাছার কালিবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোগা ইউনিয়ন কার্যালয়ে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির জনাব মোঃ আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব বদরুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য ময়মনসিংহ জেলা শাখা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক শামসুল হক, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখা।
জনাব ইকবাল হাসান সভাপতি ৭নং ঘোগা ইউনিয়ন জামায়াতে ইসলামী।
মাওলানা মোঃ আদনান আহমেদ তুহিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আব্দুল করিম বলেন, বর্তমান বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দেয়ার জন্য অধীর অপেক্ষায় আছে।
বিশেষ করে তরুণদের মধ্যে এক গণ জোয়ার সৃষ্টি হয়েছে
আগে ইসলামের দাওয়াত দিলে শুধু বয়স্ক পাকা দাড়ি ওয়ালা লোকদেরকে পাওয়া যেত কিন্তু এখন সব তরুণরা এগিয়ে আসে।
তিনি আরো বলেন, মানুষ দীর্ঘদিন যাবত যে বাংলাদেশ দেখে আসতেছে এই বাংলাদেশ আর দেখতে চায় না এখন নতুন বাংলাদেশ দেখতে চায়। বিগত সময়ে যে ভাবে এই দেশটাকে পরিচালনা করেছে, মানুষের উপর ক্ষমতার বল প্রয়োগ করেছে, মানুষকে ঠকানো হয়েছে, জেল জুলুম নির্যাতন করেছে, এ ধরনের আচরণ আর মানুষ দেখতে চায় না।
যাতে করে আগামী সময়ে এই রকম পরিবেশ তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এই নেতা।
উপস্থিত নেতা কর্মীদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন, আমরা কেউ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে খাই না, আমরা প্রত্যেকে কর্ম করে খাই।
যাদের পেশা রাজনীতি তাঁরা চাঁদাবাজি টেন্ডারবাজি করে খায়।
নির্বাচনের সময় যেন প্রত্যেক নেতা কর্মীরা কেন্দ্রে উপস্থিত থাকে এবং কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে সবাইকে একত্রিত হয়ে তা প্রতিহত করার নির্দেশ দেন।
তার এই বক্তব্যের সঙ্গে সকল নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে এবং উৎসব মূখর পরিবেশে এ সভা সমাপ্তি ঘোষণা করা হয়।