
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেহেরপুর জেলার প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ করেছেন। বুধবার বেলা ১২ টার দিকে মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনের প্রার্থী জনাব নাজমুল হুদা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদ্বয় উপস্থিত থেকে নমিনেশন পেপার উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি খাইরুল বাসার সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, দলটি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠেয় নির্বাচনে সক্রিয় ভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। মেহেরপুরের দুটি আসনে দলের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামার জন্য এই নমিনেশন পেপার সংগ্রহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২৫। জামায়াত নেতারা আশা প্রকাশ করেছেন যে, আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।