কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার মোবাইল দোকান মালিক সমিতির সভাপতি হলেন হাজী টেলিকম জুনায়েদ আহমেদ (সরুজ)।বাবার নাম আলহাজ্ব রায়হান হাজী গ্রাম দারিয়াপুর, শাহজাদপুরের মানুষ মোবাইল ব্যবসায়ী হিসেবে সরুজ নামে চেনে।২০০৮সাল থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ব্যবসায়ী জুনায়েদ আহমেদ (সুরুজ) কে সবাই চেনে,প্রায় ১৭বছর পূর্বে গ্রামীন টেলিকম ফোনের সিমেন্স মোবাইল দিয়ে ব্যবসা শুরু করেন এবং গ্রামীন সিম ও বিক্রি করে ব্যবসা শুরু করেন। সিরাজগঞ্জ সব উপজেলার মধ্যে, শাহজাদপুর উপজেলার মানুষ ঢাকা মুখি, ঢাকা থেকে আধুনিক মোবাইল ফোন কেনার জন্য ঢাকা দৌড়াতেন,অন্যান্য মোবাইল কোম্পানি, এন্ড্ররোয়েড,বিভিন্ন মোবাইল ফোন মানুষ ঢাকা থেকে কিনতো,দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে আনতো।অল্প পুঁজি নিয়ে গ্রামীণফোনের বাটন ফোন এবং সিম সুরুজের তেমন একটা আয় হতো না, তখন সুরুজ অনেক কষ্ট করে চীনে যেয়ে,সেখান থেকে চায়না মোবাইল, গ্রামীণফোনের সিমে চালিত টেলিফোন মোবাইল, ছোট ছোট সিঙ্গেল ডিশ দিয়ে চালানো টিভি, বাচ্চাদের ওয়াকি টকি, মানুষের নাক ডাকা বন্ধের মেশিন সহ বিভিন্ন চায়না ডিজিটাল ইলেকট্রনিক সামগ্রী নিয়ে এসে, নিজের পরিচিত মানুষদের বাসায় যেয়ে,তাদের অর্ডারকৃত মালামাল পৌঁছে দিত প্রতিযোগিতার বাজারে এক সময় গ্রামীণফোন, দামী অ্যান্ড্রয়েড মোবাইল বের করে। কিন্তু টাচ ফোন চালানো কঠিন এবং দাম বেশি, সেই কারণে গ্রামীণফোনের এন্ড্রয়েড ফোন গুলো বাজারে চলতো না, তারপর শুরু হয় nokia ফোনের বাটন ফোন,এবং অ্যান্ড্রয়েড সেট। স্বল্প পুঁজি নিয়ে প্রতিযোগিতার বাজারে, সিমেন্স বাটন ফোন গ্রামীন সিম,, এবং চায়না থেকে আমদানিকৃত, বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় করে ধীরে ধীরে সুরুজ অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে, এখন শাহজাদপুর উপজেলার মধ্যে, মোবাইল ব্যবসার জগতে অন্যতম। এমন কোন কোম্পানি, এবং এমন কোন ব্রান্ডের মোবাইল নেই যে সুরুজের হাজী টেলিকম শো রুমে পাওয়া যায় না। ডিজিটাল মোবাইল জগতে হাজী টেলিকম, মনিরামপুর বাজারের সিরাজ প্লাজার দ্বিতীয় তলায় গেলে সব ধরনের মোবাইল সেট পাওয়া যায়, লক্ষ টাকা থেকে একহাজার টাকার মোবাইল ফোনও সেখানে পাওয়া যায়।সততা,সর্বদা হাস্য উজ্জ্বল, মিষ্টভাষী,সুরুজের শোরুমে গেলে, কাস্টমার যেকোনো ধরনের মোবাইলফোন কিনতে পারে।কেউ নতুন মোবাইলের প্যাকেট খুলে একদিন বাড়িতে ব্যবহার করে, পরের দিন কাস্টমার অন্য সেট নিবে আবদার জানায়,সরুজ হাসিমুখে কাস্টমারের চাহিদা মতো সেটি আবার বদলিয়ে দেন।যেটা অন্য কোন মোবাইল দোকানদার করবে না।সুরুজের কর্মদক্ষতা না দেখলে, সূরুজের শোরুমে একবার যেয়ে দেখেন, সব ধরনের মোবাইল সেট ঈদ উপলক্ষে, অনেক ছাড় দিয়ে কম দামে মোবাইল ফোন বিক্রি করছে।