মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ৪ তলা বিশিষ্ট প্রস্তাবিত দারুল হাদিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা গভর্ণিংবডির সসহ- সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান তরফদার এর সভাপতিত্বে ইংরেজি প্রভাষক আছাদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম। ভিত্তিপ্রস্তর ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, গভর্নিংবডি সদস্য সৈয়দ মোজাম্মিল আলী শরীফ, খায়রুজ্জামান শ্যামল, শেখ মোঃ নুরুল ইসলাম,, মোঃ আব্দুর রকিব চৌধুরী, মোঃ ফখরুল ইসলাম, মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সাবেক গভর্নিংবডি সদস্য সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সৈয়দ করম আলী, সৈয়দ হেলাল আহমদ, সাবেক অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী, সমাজসেবক আলহাজ্ব এখলাছুর রহমান, সাবেক শিক্ষক প্রতিনিধি কায়ছর বখ্স, মাদরাসা সহকারী অধ্যাপক বদরুল হোসেন, মোঃ শাহজালাল, মাওলানা মোঃ আরমান আলী, মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম, মাওলানা মুহিবুর রহমান, প্রভাষক মোঃ নুরুল ইসলাম, মাওলানা মোঃ নুরুল হক, জুনিয়র মৌলভী মাওলানা ওহিদুজ্জামান, পশ্চিমবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিয শিহাব উদ্দিন।