মো:রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি
যশোর সদর উপজেলার চাঁদপাড়া বাজার থেকে বিজিবি অভিযান চালিয়ে প্রায় দুইশ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিজিবি স্বর্ণের বারসহ পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাসার শেখ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে।
বাসারের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসার শেখ জানান, তিনি ঢাকা থেকে ১৭৩’৭৬ গ্রাম ওজনের স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে যশোরে তিনি ধরা পড়েন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।