মোঃ আবুল বশর সিলেট জেলা প্রতিনিধি :
যুক্তরাজ্যের লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে কভেন্ট্রিতে স্বপরিবারে বসবাসরত সিলেটের হাজেরা খাতুন সপ্না। সে সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ ও সুফিয়া আহমদের মেয়ে।
হাজেরা খাতুন সপ্না কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। তিনি তার দাদা সিলেটের ঐহিত্যবাহী খোজারখলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও দাদী মরহুমা রাঈসা খাতুনের স্বপ্ন পূরণে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতি, সমাজের উন্নয়ন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
হাজেরা খাতুন সপ্না মাস্টার্স সম্পন্ন করে বিএসসি অনার্স ইন ডায়াগনস্টিক রেডিওগ্রাফি কোর্সে ভর্তি হয়েছে। মেয়ের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ ও সুফিয়া আহমদ।
সপ্না তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শিক্ষকবৃন্দসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।