মার্চ মাসে সার্বিক পারফরম্যান্সে রংপুর বিভাগে ২য় স্থান অধিকার করেছে আদিতমারী থানা । এছাড়াও সার্বিক কর্মক্ষমতা মূল্যায়নে জেলায় বিশেষ অবদানের জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয়। রোববার (১৬ মার্চ) বিকেলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিবৃতিতে জানানো হয় যে, আদিতমারী থানা রংপুর রেঞ্জ মার্চ-২০২৩ মাসের সার্বিক পারফরম্যান্সে ২য় স্থান অর্জন করেছে এবং সাবির্ক পারফরম্যান্স মূল্যায়নে লালমনিরহাট জেলায় বিশেষ অবদানের জন্য জেলা পুলিশ কর্তৃক পুরস্কৃত হয়েছে। এছাড়াও সার্বিক কর্মদক্ষতার জন্য জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কার পেয়েছেন আদিতমারী থানার এসআই মিজানুর রহমান।