
মোঃ নাজিম আলী , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
সোমবার (২৭ অক্টোবর): বাংলাদেশ মাঠে ইসলামী ঘোষিত গণআনের ৫ দফাতে দাবিতে রাঙ্গামাটি জেলা সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল চার ঘটিকায় রাঙ্গামাটি পৌর গ্রুপ এ সমাবেশে আলোচনা করে বাংলাদেশ বলে ইসলামী রাঙ্গামাটি পৌর সুবিধা।
বাংলাদেশে ইসলামী রাঙ্গামাটি পৌরসভার আমীর মোঃ মাইনুদিনের বিজিত্তে এবং পৌর কেটের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভো মোঃ রমমতুল্লাহ’ উঞ্চালনায় সমাবেশটি হয়।
সমাবেশে প্রধান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভোটে ইসলামী রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যপ্রার্থী এডকেট মোখতার আহম্মদ।
এছাও বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী রাঙ্গামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ ছুল মানরুল, জেলা কর্মপরিষদ সদস্যনু করিম, বাংলাদেশ সাধারণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা আওয়ামী সালাম, জেলা সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, এবং ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি শহর গ্রুপ মোঃ জালাল দীন। পুরসভা শূরা ও কর্মপরিষদ সদস্য সাজাদুল ইসলাম, আবদুর রাজ্জাক, জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের গণতন্ত্র হরণ করেছে এবং রাজনীতিবাদী প্রশাসন কয়ম গণতন্ত্র, আইনের প্রশাসন ও অধিকারকে সমর্থন করেছে। তারা অভিযোগ করেন, পূর্বের স্বৈরাচার সরকার, নিপীড়ন, গুম-খুন ও দুর্নীতির মাধ্যমে জনগণকে স্তব্ধ করে।
বক্তারা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের দাবিতে প্রকাশে ইসলামী সূত্রে গণআলোন চলতে চলেছে। তারা অবিলম্বে ৫ দফা অনুরোধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান:
১। জুলাই জাতীয় প্রচারাভিযান তারিখে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা।
২। পরবর্তী জাতীয় রাজনৈতিক উভয় পদ্ধতি কক্ষে আনুপাতিকতা (পিআর) শুরু করা।
৩। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল অধিকার নিশ্চিত করার জন্য সুযোগ (এল খেলার মাঠ)।
৪। ফ্যাসিস্ট পুলিশের সকলে-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার করা।
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ সক্রিয় কার্যক্রম পরিচালনা করা।
বক্তারা হুঁশিয়ারি বলেন, এই ৫ দফায় না হলে জনপথে ইসলামী বৃহত্তর আন্দোলনের ডাক এবং গণকে নিয়ে স্বরাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে।