মোঃ কবির হাওলাদার
সিনিয়র রিপোর্টার
পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি ও মাছের ঘের দখল, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী রুবেল হাওলাদার জানান, গত ৮ সেপ্টেম্বর সকালে তার বর্গাচাষি রফিক মীর দুই কানি রেকর্ডীয় জমিতে চাষাবাদ করতে গেলে নিজহাওলা গ্রামের মৃত্যুঃমুনসুর দালালের ছেলে দক্ষিণ রাঙ্গাবালী ইউনিয়ন যুবদল সভাপতি জাকির দালাল, তার সহযোগী মৃত্যুঃআবুহানিফ মিয়ার দুই ছেলে ইব্রাহিম হাওলাদার ও কালু হাওলাদার জোরপূর্বক ট্রাক্টরসহ জমি থেকে উঠিয়ে দেন।তিনি আরও জানান, এর আগে গত বছরের ৫ আগস্টের পর থেকে জাকির দালাল ও তার সহযোগীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে দেশেই উঠতে দেবেন না বলে হুমকি দেন এবং তার বৃদ্ধ মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন যাহা এলাকা বাসি অবগত আছেন । তাদের দাবী পূরণ না করায় প্রথমে চরগঙ্গায় অবস্থিত তার মাছের ঘের দখল করা হয়। পরে পৈতৃক জমিতে চাষাবাদেও বাধা দেওয়া শুরু হয়। রুবেল হাওলাদার অভিযোগ করেন, থানায় একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। এক পর্যায়ে নৌবাহীর শরণাপন্ন হলে সাময়িকভাবে প্রতিকার মিললেও বর্তমানে তার দুই কানি জমিতে জোরপূর্বক চাষাবাদ ও বীজ রোপন চলছে।বিষয়টি উপজেলা বিএনপি সভাপতি রহমান ফরাজীকে জানানো হলে তিনি বলেন ওরা আমার কথা শোনে না। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার জানান, “ঘটনাটি দুঃখজনক। তবে নির্বাচনের আগে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। অভিযুক্ত যুবদল সভাপতি জাকির দালালের মুঠফোনে বার বার যোগা যোগের চেষ্টা করে ও তার বক্তব্য পাওয়া যায়নি।