মোঃ কবির হাওলাদার সিনিয়র রিপোর্টার পটুয়াখালী।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে মৎস্যজীবী দলের আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. জাবের আল মাহামুদ।সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের নেতা মো. ঈসমাইল আকন এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. শিপলু হাওলাদার।সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি মো. লিটন হাওলাদার।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. হিরন বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গাবালী উপজেলা বিএনপি সহ- সভাপতি মো. আওলাদ হোসেন রাজা, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ- সভাপতি মো. মজিবর হোসেন, যুগ্ন- সাধারণ সম্পদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ মাতুববর, ও বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি সহ- সভাপতি মো. বাবর মৃধা, সাধারণ সম্পাদক মো. মো.মনিরুজ্জামান (মনির )হাওলাদার।
বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্যজীবীদের দুঃসহ জীবনযাত্রার দিকে নজর না দিয়ে বরং তাদের অধিকার হরণ করছে। নদী ও সাগরে ইলিশ ধরার মৌসুমে একের পর এক নিষেধাজ্ঞা, মহাজনের সুদের টাকা, জ্বালানি সংকট এবং প্রশাসনের হয়রানির কারণে জেলেরা দিশেহারা।তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মৎস্যজীবীদের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন করে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে।
সভায় বক্তারা মৎস্যজীবীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।