
এস এম রফিক স্টাফ রিপোর্টার
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত চক্র ‘সফি গ্রুপ’-এর মূল হোতা সফি হোসেনসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, ছুরি, চাবি কাটার যন্ত্র, মোবাইল ফোনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন —
১)সফি হোসেন (মূল হোতা) – তার বিরুদ্ধে পল্লবী থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
২)সাবির হোসেন সজিব (২৪) – রূপনগর থানায় মাদক ও ডাকাতির মামলার আসামি।
৩)রাজু ওরফে বাদল,
৪)জুয়েল,
৫)আসিফ হোসেন, — এরা সবাই সফি গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
পল্লবী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তারা পল্লবী, রূপনগর ও মিরপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। সফি নিজেকে “ডন” পরিচয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করতো।
স্থানীয়দের দাবি, এই গ্রুপ দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে জিম্মি করে লুটপাট চালিয়ে আসছিল। পুলিশি অভিযানে গ্রুপের পতনে এলাকায় স্বস্তি ফিরেছে।