মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টার :
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকায় ট্রান্সমিশন লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকো (NESCO) কোম্পানির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে জোড়া বৈদ্যুতিক খুঁটির ওপর ট্রান্সমিটার লাইনের কাজ করার সময় হঠাৎ কারিগরি ত্রুটির কারণে এক কর্মী মারাত্মকভাবে শকের সম্মুখীন হয়ে নিচে পড়ে যান। আরেকজন খুঁটির ওপরেই ঝুলে থাকেন বিদ্যুতের শক খেয়ে। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আহত কর্মীদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়া হবে। এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তার ঘাটতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।