
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কোট বুলনপুর এলাকায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আবারও সহিংসতায় রূপ নিল। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দলীয় কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়।
ওই ওয়ার্ডে নির্বাচনী প্রচারের প্রস্তুতি সভা ডেকে সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেল দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানান। সেখানে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রুহুল আমিন টুনু যোগ দিলে ক্ষুব্ধ হন ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুল। তার অভিযোগ, টুনুকে দাওয়াত দেয়া হয়নি। এই নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। স্লোগান দিতে দিতে টুটুল ও তার অনুসারীরা সভাস্থল ত্যাগ করেন।
এর অল্প কিছু পরেই ৩০-৪০ জন লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ রুবেলের। হাতাহাতির এক পর্যায়ে কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।
রুহুল আমিন টুনু জানান, সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত উচ্চ নেতৃত্ব ২৪ নভেম্বর প্রত্যাহার করেছে। তাই দলের সব কার্যক্রমে অংশ নেয়ার অধিকার তার রয়েছে। তার ভাষায়, যা ঘটেছে তা খুবই দুঃখজনক।
থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন। ঘটনার পর বিষয়টি মহানগর কমিটির কাছে পাঠানো হয়েছে, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানান মিজান।
রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাতাহাতি ও একটি বিস্ফোরণের ঘটনা তারা নিশ্চিত হয়েছেন। তবে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।
সামান্য বিরোধ থেকে সহিংসতা—বিএনপির এই অভ্যন্তরীণ টানাপোড়েন নির্বাচনী মাঠে কী প্রভাব ফেলবে, তা এখন বড় প্রশ্ন।