নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর এনসিপি নেতৃবৃন্দ কর্তৃক সাংবাদিকদের ওপর চড়াওয়ের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। সোমবার (১ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা মামুনসহ সকল সদস্য এই নিন্দা জানান।
প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর চড়াও, হামলা ও পেশাগত কাজে বাধা প্রদান গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সংবাদ সংগ্রহের সময় যেকোনো ধরনের বাধা, হুমকি বা হামলা গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের ঘটনা বরদাশতযোগ্য নয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।