
রাজশাহীতে ৱ্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর থেকে ৫৬ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) ভোর রাত ৪টায় উপজেলার কলমা ইউনিয়নের দু’টি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চন্দনকোঠা গ্রামের মজিবুর রহমানের ছেলে আজাদুল ইসলাম (২৩) এবং শংকরপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আনিসুর রহমান মিলন (৩০)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনকোঠা এলাকার মাদক ব্যবসায়ী আজাদুল ও শংকরপুর এলাকার মাদক ব্যবসায়ী আনিসুরের বাড়িতে মাদক রয়েছে। এমন খবর পেয়ে ওই দুই এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর বিশেষ একটি দল। তবে র্যাব সেখানে পৌঁছানোর আগেই এক মাদক কারবারি পালিয়ে যান। পরে আজাদুল ও আনিসুরের ঘর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।