ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হল চত্বরে সোমবার (২৭শে মার্চ) বিকাল ৫,৩০মিঃ মাসব্যাপি মুক্তা সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সাবেক এমপি ও জেলা আ'লীগ সহ- সভাপতি সেলিনা জাহান লিটা,উপজেলা আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা এ মার্কেটের উদ্বোধন করেন।
এ সময় মুক্তা সিনেমার স্বত্তাধিকারী ও মার্কেটের পৃষ্ঠপোষক এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তারুল আলম মুক্তা ও তার স্ত্রী সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ'লী যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব,সাংগঠিনক সম্পাদক রেজাউল করিম,পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,পৌর প্যানেল মেয়র মতিউর রহমান মতি,কাউন্সিলর ইসাহাক আলী,স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আর্থান আলী,প্রেসক্লাব (পুরাতনের) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক প্রেসক্লাব সভাপতি কুসমত আলী, সাংবাদিক একে আজাদ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী এবং অন্যান্য সাংবাদিকরা সহ অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এ মার্কেটে ১৬টি স্টলে বিভিন্ন প্রকার পণ্য রাখা হয়েছে।