ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ পালন উপলক্ষে সকালে পৌরশহরে র্যালি এবং র্যালি শেষে ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথীর বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,আ'লীগ সভাপতি সইদুল হক,সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজীত সাহা,ওসি গুলফামুল ইসলাম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,আ'লীগ যুগ্ম সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মহাদেব বসাক,জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু তাহের, প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,যুবদল নেতা খলিল, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহাম্মেদ। এছাড়াও প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী ও মোবারক আলী সাবেক ভিপি কামাল উদ্দীন,মেনন (প্রমুখ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।