সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জামাতের নায়েবে আমির সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ শে অক্টোবর বুধবার বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এশিয়ান টেলিভিশনের চলনবিল প্রতিনিধি শামীম উদ্দিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস দৈনিক মাতৃজগত সিরাজগঞ্জ প্রতিনিধি, কোষাধক্ষ্য শাহিন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহিন খান ।প্রচার সম্পাদক আরিফুল ইসলাম রানা, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি পারভেজ সরকার, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার একরামুল ইসলাম।
রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা প্রবীণ সাংবাদিক আবুল কালাম বিশ্বাসকে হারিয়ে নিরর্বাক হয়ে পড়েছেন। তার আত্মা মাগফিরাত কামনা করে দোয়া করেন।