শারমিন আরা
ঝিনাইদহ প্রতিনিধি,
রাস্তা থেকে ধরে নিয়ে কু,পি,য়ে হ,ত্যা করল ,
দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালা গ্রামের জিয়ারুল ও হুমায়নের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
সম্প্রতি জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে জিয়ারুলের সমর্থক বাটুল বিশ্বাসের সাথে হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার বিরোধ হয়। এরই জের ধরে জিয়ারুলের প্রবাসী ভাই মাহাব্বুল মাঠ থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে হুমায়নের
লোকজন কু*পি*য়ে হ*ত্যা করে।
মাহাব্বুল বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা গ্রামের সাব্দার বিশ্বাসের ছেলে।
মাহাব্বুল সম্প্রতি কম্বোডিয়া থেকে চার মাসের ছুটিতে এসেছিলো।