পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টার:- নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর ভূঁইয়া বাড়ি যুব উন্বয়ন ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
গত শনিবার (১৫ এপ্রিল) বিকালে লক্ষীপুর ভূঁইয়া বাড়ি যুব উন্বয়ন ক্লাবের উদ্যোগে প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী
বিতরন করা হয়।এসময় ক্লাবের সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মিরাজ ভূঁইয়া'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সোহরাব ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম তপন, মোঃ ফায়েজ উদ্দিন মেম্বার, মোঃ মনির ভূঁইয়া, রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সদস্য মির্জা শেফায়েতউল্লাহ শিশু,সাবেক মেম্বার ফজলুল হক ভূঁইয়া,মোঃ মুর্শিদ মিয়া,বিশিষ্ট সমাজসেবক কামাল আহমেদ,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লক্ষীপুর যুব উন্নয়ন ক্লাবের কার্যনির্বাহী সদস্য হাজ্বী জামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ। এসময় ইউএনও বলেন- সরকারের পাশাপাশি যুব ক্লাবের মাধয়মে এ ধরনের সেবা অব্যাহত থাকলে
গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে।