পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টার: আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে, জনতার আকাঙ্খা লেখা থাকে এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী রায়পুরা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার মধ্যে দায়িত্বশীল ভূমিকা রাখা, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র গুলি উদ্ধার, মামলা নিষ্পত্তি, থানার প্রশাসন ও পেশাদারিত্ব এবং কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ নরসিংদী জেলার এসপি কাজী আশরাফুল আজিম (পিপিএম) রায়পুরা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানকে সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক ও অর্থ প্রদান পান রায়পুরা থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান, এসআই আমিনুল ইসলাম, এএসআই মোঃ রাসেল, এএসআই খোকন মিয়া, কনস্টেবল মো. রাসেল মিয়া প্রমুখ।
নরসিংদী জেলার এসপি কাজী আশরাফুল আজিম (পিপিএম) সার্বিক আইনশৃঙ্খলা কাজের ও মেধা সফলতার জন্য প্রতি মাসেই অফিসার ও ফোর্সদের পুরষ্কার ও সম্মাননা স্মারক প্রদান করে থাকেন।