মোঃ বাবুল ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান
খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধনে অচল ময়মনসিংহ নগর
ফয়সাল আহমেদ রিগান হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই নির্মম হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার ময়মনসিংহ নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ চরপাড়া মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আন্দোলনকারীরা সড়কের উভয় পাশে অবস্থান নিলে চরপাড়া মোড়ের চারদিকে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরীর ব্যস্ত এ মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং কর্মঘণ্টার গুরুত্বপূর্ণ সময়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে।
মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। তাদের ক্ষোভ ও প্রতিবাদে মুখর পরিবেশে উঠে আসে নিরাপত্তাহীনতার চিত্র। আন্দোলনকারীরা জানান, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এমন হত্যাকাণ্ড নগরবাসীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর ও বিস্তৃত কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।