
এস এম রফিক স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় তিনটি ককটেলসহ মোঃ বাবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রূপনগর থানায় বিস্ফোরক আইনে মামলা (নং–০৭) দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ট-ব্লক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতার বাবুল হোসেন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের মৃত মোঃ জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে তিনি রূপনগর এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন। রূপনগর থানার ওসি মোরশেদ আলম জানান, বাবুল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইন অনুযায়ী মামলা করা হয়েছে। ঘটনাটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের দাবি, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে এ চক্রের যোগসূত্র থাকতে পারে। পুলিশ পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।