মো: হোসেন চৌধুরী জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর :
সুবাইতা বিনতে করিম লক্ষ্মীপুরের মেয়ে।নতুন কুঁড়ি' ২০২৫ কৌতুক অভিনয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় ১ম স্হান এবং ঢাকা বিটিভিতে চুড়ান্ত প্রতিযোগিতায় সেরা ১০ এ ৫ম স্হান অর্জন করেছে। শীর্ষ ৫ জনের প্রতিযোগিতা ২৮/১০/২৫ তারিখে ঢাকা বিটিভি সেন্টারে অনুষ্ঠিত হবে। সুবাইতা বিনতে করিম পিতা: আলহাজ্ব সামছুল করিম খোকন, মাতা : ডা: উম্মে সালমা করিম রোজ ভিলা পৌরসভা, উপজেলা সদর জেলা লক্ষ্মীপুর।লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের ইংরেজি ভার্সন ৪র্থ শ্রেণির ছাত্রী, মেধা তালিকায় ১ ম, ✨ সুবাইতা বিনতে করিম ২০২৪ সালে সুবাইতা তার নিষ্ঠা, মেধা ও আচরণে যেমন একাডেমিক সফলতা অর্জন করেছে, তেমনি প্রমাণ করেছে—ছোট বয়সেই বড় স্বপ্ন সম্ভব। বিভন্ন বৃত্তি পরীক্ষা, গজল, গান, কবিতা আবৃত্তি, কৌতুক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশাসনিক এবং ফাউন্ডেশন কর্তৃক ২০ টির ও বেশি পুরুস্কার অর্জন করেছে।
সুবাইতার বাবা সামছুল করিম এবং মা ডাঃ উম্মে সালামা সকলের নিকট দোয়া প্রার্থী
তার সফলতার জন্য সকলে দোয়া করবেন।