
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো: হোসেন চৌধুরীর :
লক্ষ্মীপুর জেলায় জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম প্রচার ও প্রসারে এনজিও এর অংশ গ্রহন ও অবদান “শীর্ষক”সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটি।
সেমিনার অনুষ্ঠিত হয় চীপজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন সম্মেলন কক্ষে। দিলরুবা ইয়াসমিন সিনিয়র সহকারী জজ লিগ্যাল এইড অফিসারের সঞ্চালচনায় সভাপতিত্ব করেন শাহিন উদ্দিন সিনয়র জেলা দায়রা জজ, ও চেয়ারম্যান লিগ্যাল এইড লক্ষ্মীপুর। সেমিনারে উপস্থিত ছিলেন মো: খোরশেদুল আলম, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লক্ষ্মীপুর। মো: সাদেকুর রহমান বিচারক জেলা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল, মোঃ মেজবাউল আলম ভুঁইয়া, অতিরিক্ত জেলাপ্রশাসক লক্ষ্মীপুর। হোসাইন মো: রায়হান কাজেমি অতিরিক্ত পুলিশ সুপার লক্ষ্মীপুর। আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ অরুপ পাল, বার এসোসিয়েশন এর সভাপতি সম্পাদক, লক্ষ্মীপুরের কর্মরত ও স্থানিয় এনজিও প্রতিনিধি, নির্বাহী পরিচালক গন, জেমস এনজিও এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ, ভয়েচ নির্বাহী পরিচালক শামসুল আলম লিটু, সেডো সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হোসেন চৌধুরী। ব্রাক এর জেলা সমন্বয়ক অরুন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি গন অংশগ্রহণ করেন।
সেমিনারে বিনা খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে গরিব অসহায় মানুষের দ্বারপ্রান্তে প্রচার ও প্রসারের উপর জোর দেওয়া হয়, তৃনমুলের ছিন্নমুল অসহায় মানুষ যেন জানতে পারে ও লিগ্যাল এইড এর সেবা গ্রহন করতে পারে সে বিষয়ে এনজিও সংস্থার অংশগ্রহণ ও দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারবে বলে মনে করেন লিগ্যাল এইড চেয়ারম্যন ও মাননীয় সিনিয়র দায়রা জজ শাহীন উদ্দিন। সেমিনারে বক্তারা বলেন, এনজিও সংস্থার উঠোন বৈঠক, রিন গ্রহিতা ও সেবা নিতে আসা বিভিন্ন বেনিফিসারিজদের মধ্যে সভা ও আলোচনা যোগযোগ এর মাধ্যমে ব্যাপক প্রচার ও প্রসার হবে। বিনা মুল্যে আইনি সহায়তা দিতে এনজিও সংস্থা গুলো বিভিন্ন নিয়ম ও নির্দিষ্ট ফরম পুরন করে লিগ্যাল এইড অফিসার এর সমন্বয়ে কার্যক্রম আরো শক্তিশালি আরো গতিশীল হওয়ার তাগিদ দেওয়া হয়। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন বিভিন্ন শ্রেনী পেশার যেমন পুলিশ আইনজিবি পেশাগত কারনে এই বিনামুল্যে আইন সহায়তায় প্রচার করা থেকেও নিজেদের স্বার্থ বিশেষ চিন্তায় থাকেন, সততা ও মানবিক সেবায় তারা গরজ করেন না। যদি বিভিন্ন ওয়েবসাইট ইউটিউভ, পেইজ বুকে লিগ্যাল এইডের নির্দিষ্ট নিয়ম গুলো সেন্ড করা হয় তাহলে প্রচার প্রসার বাড়বে, কেননা মানুষ এখন পেইজ নিউজ গুলো বেশি বেশি দেখে।লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারি জজ মিডিয়া ও পেইজ, ওয়েবসাইড এর চলমান আপডেট এর বিষয়ে সকলকে অবগত করেন। তিনি বলেন লিগ্যাল এইড ইউটিউব এবং পেইজ আইডি সহ আ্যপ খোলা আছে। চাইলে আপনারা সকলে ফলো, লাইক, শেয়ার করে নিতে পারেন। লিগ্যাল এইড এর চেয়ারম্যন বলেন এনজিও সংস্থার কর্মিগন তৃনমুলে সব পেশার মানুষের সাথে মিশে কাজ করে, নদীর পাড়, জেলে কামার কুমার, জাতি ধর্ম সকলের মাঝে তারা প্রচার ও প্রসারের কাজ করতে পারবে। যা সরকারী কর্ম কর্তা কর্মচারী সিমাবদ্ধতার কারনে পারেনা।আগামী তে
এনজিও প্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, স্থানিয় রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি গনের সমন্বয়ে পুনরায় মতবিনিময় ও সেমিনারের আয়োজন চলমান থাকবে বলে জানান মাননীয় সিনিয়র দায়রা জজ ও লক্ষ্মীপুর লিগ্যাল এইড এর চেয়ারম্যান শাহিন উদ্দিন।