মো: হোসেন চৌধুরীর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা জামায়েত এর আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বাংলাদেশ জামায়েত ইসলামী থেকে লক্ষ্মীপুর রায়পুর ২ আসনে মনোনীত প্রার্থী হয়ে আজ চররুহিতা ইউনিয়ন এর স্থানীয় নেতা কর্মীদের নিয়ে প্রতিটি ওয়াডে ওয়াডে উঠোন বৈঠক করেছেন এসময় ছাত্র শিবির এবং চররুহিতা ইউনিয়ন জামায়েতের কর্মী রা দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনের আমেজে উৎসব মুখর পরিবেশে স্লোগান মোটর সাইকেল শোডাউন করে।বিভিন্ন ওয়াডে জামায়েতের আমিরের দাঁড়ি পাল্লা প্রতিকে ভোট চেয়ে স্থানীয় জনতার সাথে মতবিনিময় করেন। লক্ষ্মীপুর জেলা জামায়েত এর আমির মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন আপনারা ৫০ বছরের মতো বিভিন্ন সরকারের শাসন দেখেছেন শোষণ ও দেখেছেন, এবার আপনাদের প্রতি অনুরোধ দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জামায়েত ইসলাম কে শাসন শোষন নয় সেবাদানে, দায়িত্ব পালন করার সুযোগ দিন,যারা বলে জামাত বেহেস্তের টিকেট বিক্রি করে তারা বোকা। জামাত বেহেস্তের টিকেট নয় বরং জামাত বেহেস্তে যেতে মানুষকে পথ দেখায়। অনেকেে বলেন শরিয়াহ আর রাজনৈতিক এক নয়। তারা ও ভুল করেন আসমান ও জমিন পুরোটাই শরিয়া ভুক্ত, যারা শরিয়া কে অস্বীকার করে তারা ইসলাম কে অস্বীকার করে, মহান আল্লাহতালার পবিত্র কোরান কে অস্বীকার করে। তাদের ইমানের দূর্বলতা আছে।জামাত দেশ চালাবার দায়িত্ব পেলে ঘুষ, দুর্নীতি, মাদক, চোরা চালানি, লুটপাট চাঁদাবাজি দখল বাজি, সন্ত্রাস টাকা পাচার সহ সকল অপরাধ দেশ থেকে জিরো টলারেন্স আনবে এটা জামায়েতের ওয়াদা, সকল প্রকার রাস্তা ঘাট বাজেট অনুযায়ি বাস্তবায়ন করবে, কোন জোর দখল টেন্ডার বাজি হতে দেবেনা। বেকার ও যুবদের বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি বৃদ্ধি করবে, প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দুর করবে। বিদেশে কর্ম করার দক্ষ কারগর তৈরি করা হবে।নারীদের কর্মসংস্থান সহ সকল বিষয়ে অধিকার দেওয়া হবে। মানুষের অধিকার ন্যায্য করবে।ইনসাফ ও ন্যায় সংযুক্ত বিচার ও শাসন ব্যাবস্থা বাস্তবায়ন করবে, তিনি আরো বলেন আমাকে আপনারা ছোট বেলা থেকে দেখে এসেছেন আমি আর আমার চিরত্র কেমন, এই ইউনিয়নে অনেকে আছেন আমার দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতার ছাত্র ছাত্রী, অনেকের বাবা মা দাদা দাদি, নানা নানু আমার ছাত্র ছিল, আবার তাদের নাতিরা ও আমার ছাত্র।আপনারা জানেন আমার কোন সন্তান নেই। আমার জীবনের অর্জিত সম্পদ এবং পৈত্রিক সকল সম্পদ আমার গড়ে তোলা মাদ্রাসায় দান করে দিয়েছি। আমার কোন লোভ লালসা নাই। আমি যে কয়দিন বাঁচবো সে কয়দিন ধর্ম বর্ণ, দল মত নিবি শেষে সকলের সেবা করে যাবো। দীর্ঘ ২০ বছর ৫ বারের মতো মাস্টার রুহুল আমিন ভুঁইয়া লক্ষ্মীপুর জেলা জামায়েত ইসলামী এর আমির নির্বাচিত হয়ে দায়িত্বরত আছেন। তিনি উঠোন বৈঠকে এক অসুস্থ ব্যাক্তিকে নগদ পাঁচ হাজার টাকা, একজন অসহায় নারীকে একটি শেলাই মেশিন এবং একজন হিন্দু অসুস্থ ব্যাক্তিকে নগদ তিনহাজার টাকা তুলে দেন।তিনি চররুহিতা মন্দিরে হিন্দু সম্প্রদায় এর সাথে উঠোন বৈঠক করেন। দীর্ঘ ১৭ বছর পর লক্ষ্মীপুর জেলা সদর চররুহিতা ইউনিয়নে জামায়েত এর প্রার্থী নির্বাচনের পথসভা উঠোন বৈঠকে ছিলো হিন্দু, মুসলিম উৎসাহিত জনতার উপচে পড়া ভিড়।