এস এম জসিম বিশেষ প্রতিনিধি
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য তদারকির জন্য আজ ১১ নভেম্বর ২০২৫ তারিখে নগরীর খাতুনগঞ্জ এবং পাহাড়তলী পাইকারি বাজারে ২টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের বিশেষ অভিযানের অংশ হিসেবে পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হুছাইন মুহাম্মদ, কাট্টলী সার্কেল, চট্টগ্রাম। এ সময় পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লেবেলবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ২টি মামলা দায়ের করা হয় ও ২ জন অভিযুক্তকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, চট্টগ্রাম খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের বিভিন্ন আড়তে মনিটরিং অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, চট্টগ্রাম ও কৃষি বিপণন অধিদপ্তরের একটি বিশেষ টিম যার নেতৃত্বে ছিলেন শিফাত বিনতে আরা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চট্টগ্রাম। অভিযানকালে বিভিন্ন আড়তে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ পর্যালোচনা করা হয় এবং ব্যবসায়ীদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লেবেলবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৫টি মামলা দায়ের করা হয় ও ৫ জন অভিযুক্তকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, বাজারে ন্যায্য মূল্য ও মানসম্মত পণ্য নিশ্চিতকরণে এই ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।