মোঃ নেছার উদ্দিন
স্টাফ রিপোর্টার:-
ভোলা জেলার লালমোহন উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত দুটি ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো— আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার এবং আস্থা ডায়াগনস্টিক সেন্টার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক।
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সুশীল সমাজ স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, এ ধরনের অভিযান জনস্বার্থ রক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যখাতে অনিয়ম ও অব্যবস্থাপনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। পাশাপাশি, এ সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য প্রশাসনকে জানাতে স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানানো হয়।
স্থানীয় প্রশাসন আরও মনে করে, দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে অন্যায় দূর করে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।