হাসান তারেক স্টাফ রিপোর্টার।
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া বার আউলিয়া ব্রিকফিল্ড এর সামনে কক্সবাজার মুখী আলুবাহী ট্রাকের ধাক্কায় একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০)।সে উপজেলার চরম্বা ইউনিয়ন ১ নং ওয়ার্ড লুকতার পাড়ার আব্দুল কুদ্দুসের পুত্র। ১ডিসেম্বর (সোমবার) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, আমি জানালার পাশে ঘুমার জন্য শুয়ে ছিলাম হঠাৎ গাড়ির ধাক্কার প্রচন্ড আওয়াজ শুনে মহাসড়কের দিকে থাকিয়ে দেখি রাস্তার উপর বাইক আরোহী পড়ে আছে, প্রচন্ড রক্তকরণ হচ্ছে। নিচে নেমে দেখি তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। সবাই এগিয়ে এসে থানা পুলিশকে খবর দিই।
নিহতের ছোট ভাই হোসাইন বলেন, আমার বড় ভাই ও দুই মামাত ভাই সহ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।সোমবার বিকালে ৩টি বাইক যোগে বেড়াতে যাই। রাতে নানার বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ সালাহ উদ্দিন চৌধুরী জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার ও গাড়ি আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।