রিপন শান বিশেষ প্রতিনিধিঃ- গত১৮ জুলাই ২০২৫ শুক্রবার রাজধানীর সাংস্কৃতিক রাজধানী শাহবাগের পরিবাগে সমকালীন শিল্প-সাহিত্যের মানুষজনের প্রাণঘণ উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শব্দকুঠি সাহিত্য সংগঠনের ৬৫ তম সাহিত্য আসর।
সংস্কৃতি বিকাশ কেন্দ্রে জীবনের জন্য কবিতা শ্লোগানে
১৮ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয় ভিন্নতর এক আমেজ নিয়ে । সমাজ, গ্রাম বাংলার চিত্র, প্রেম ও বিভিন্ন বিষয় নিয়ে কবিতার নান্দনিকতায় সাহিত্য আসর বেশ জমে উঠেছে । আসরে সভাকবি হিসেবে উপস্থিত ছিলেন - কবি সৌরভ দুর্জয়। অসাধারণ ছন্দময় কবিতা পাঠে সকল কে মুগ্ধ করেন তিনি। তার কবিতায় ছিলো অন্যরকম এক আনন্দ ভিন্নতর সিম্ফনি।
কবি সৌরভ দুর্জয় আসরের শুরুতেই তার পছন্দের ১০টি কবিতা পাঠ করেন । শব্দকুঠির সভাপতি কবি রেজাউদ্দিন স্টালিন এর সভাপতিত্বে কবির কবিতার উপর আলোচনা করেন- সাংবাদিক ও লেখক আশফাকুজামান ও অধ্যাপক হরসিত বালা।
শব্দকুঠি সাহিত্য আসরের ৬৫ তম সভায স্বরচিত কবিতা পাঠ করেন : কবি সৌরভ দুর্জয়, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি রোকসানা রহমান, কবি আশফাকুজ্জামান ,
কবি ও অধ্যাপক হরসিত বালা, কবি মোঃ ইসরাত হোসেন , বাবলুকবি জাহাঙ্গীর হোসাইন, কবি শেখ এ শহীদ ফারসী, কবি দিপাশ আনোয়ার, কবি খলিলুর রহমান, কবিমোঃ মাহবুবুর রহমান, কবি মরিয়ম আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রোকসানা রহমান ।