
মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন সাবেক মাননীয় অ্যাটর্নি জেনারেল ও বিএনপি মনোনীত ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং বনানী কবরস্থানে মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এসময় তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁদের আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নিরলসভাবে কাজ করতে চান।
এ সময় তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।