বিশেষ প্রতিনিধি মোঃ গোলজার হোসেন হীরা: আজ ১ জুন ২০২৪ খ্রি:। শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার ৫৩ তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৩০, ১ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অস্ত্র গোলাবারুদ মুক্তিবাহিনীর হাতে তুলে দেন। এছাড়াও সীমান্তের ওপারে হলদিবাড়ি গিয়েও অস্ত্র সংগ্রহ করে নিয়ে আসার পথে তাঁর নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর ছেলেদের সঙ্গে পাকহানার বাহিনী ও রাজাকারদের প্রচন্ড যুদ্ধ হয়। সে যুদ্ধে আব্দুল কাদের মিয়া দেশ আহত হলেও কোনভাবে বাড়িতে (দেবিগঞ্জ) আসতে সমর্থ্য হন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করায় পাকহানাদার বাহিনী তাঁকে দেবীগঞ্জ থানাধীন উপন চৌকিভাজনি (ডাঙ্গাপাড়া) এলাকার ব্রুজের ডাঙ্গানামক স্থানে গুলি করে নির্মমভাবে হত্যা করে। বর্তমান সরকার শহীদের স্মৃতি স্মরণে ১৯৯৯ সালে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্মারক ডাকটিকে প্রকাশ এবং ২০২১ সনে শহীদ বুদ্ধিজীবী হিসেবে গেজেট প্রকাশ করেন। ২০১০ সালে শহীদের নামে শাহজাদপুর ডায়া থেকে জামিরতা পর্যন্ত রাস্তাটি নামকরণ করেন। এ উপলক্ষে আজ পারিবারিকভাবে শহীদের আত্মার মাগফেরাতের জন্য জামিরতা গ্রামের সকল মসজিদে এবং শহীদের কর্মস্থল দেবিগঞ্জ এর কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।আল্লাহতায়ালা মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন এজন্য সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল। আমিন।