
কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ইসলামি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে একই গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শোনার সময় দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে রোববার সকাল ১০টার দিকে সরকার গ্রুপ ও ফকির গ্রুপের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন দা, হাসুয়া ও ফালা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দুই পক্ষের অন্তত ১০টি বসতঘর ভাঙচুর করা হয়।
সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকারসহ কয়েকজন এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির ও সাজেদা খাতুনসহ অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।