কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
দুর্ঘটনার পর নয়, আগে থেকেই সতর্ক থাকুন”— এই বার্তা নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। তিনি বলেন,
“নিরাপদ সড়ক গড়ে তোলা কেবল সরকারের একার দায়িত্ব নয়—আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্ববোধই পারে দুর্ঘটনা রোধ করতে। প্রতিটি চালক, পথচারী ও নাগরিক যদি ট্রাফিক আইন মেনে চলে, তাহলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনার পর নয়, আগে থেকেই সতর্ক থাকা আমাদের কর্তব্য—তবেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. শাহাদত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব প্রমুখ।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।