
কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদ হবে উন্নতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় সকাল ১০টায় প্রাণিসম্পদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ উন্নয়ন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের সৃজনশীল উদ্যোগের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
ইউএনও তাঁর বক্তৃতায় বলেন, “শাহজাদপুরের খামারিরাই দেশের দুধ–প্রাণিসম্পদ খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা পেলে এই অঞ্চল দেশীয় জাত উন্নয়নে জাতীয় মডেল হতে পারে।”
তাঁর নেতৃত্বে কর্মপরিকল্পনা ও দ্রুত তদারকি কার্যক্রমে উপজেলার আধুনিক প্রাণিসম্পদ উন্নয়নযাত্রা আরও সুসংগঠিত হয়েছে—এমন মতামতও ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন।
উপজেলা এক্সটেনশন অফিসার ডা. সোনালী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুসফিকুর রহমান, প্রাণিসম্পদ দপ্তরের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলজার হোসেন, সাবেক উপপরিচালক ডা. আব্দুল হাই, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাহিদ আল হাসান প্রমুখ।
মেলায় উপজেলার খামারিরা তাদের উৎপাদিত ঘি, মাঠা, লাবান, চিজ, দই, গো-খাদ্য, সাইলেজ, ঘাসের কাটিং, বিভিন্ন কোম্পানির পণ্যসহ উন্নত জাতের গাভী, পাখি, বিড়াল প্রদর্শন করেন।
মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রতিদিন ৪৭ লিটার দুধ উৎপাদনকারী গাভী এবং স্থানীয় খামারির তৈরি খাঁটি ঘি—যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
শাহজাদপুরের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের চিত্র ফুটে ওঠে—আর পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।