কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান স্পষ্ট হলো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে সহায়তা করে পুলিশ বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিক।
ইউএনও মোঃ কামরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সমাজকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে।”
দণ্ডপ্রাপ্তরা হলেন
১. মোঃ জহুরুল ইসলাম (৩৫), বাড়াবিল গ্রাম থেকে আটক – ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
২. মোঃ পাপ্পু সরকার (৪০), দ্বারিয়াপুর গ্রাম – ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
৩. মোঃ ইমরুল মোল্লা (৩৭), ছোট বায়ড়া গ্রাম – ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
৪. মোঃ বাবু (৪২), ছোট বায়ড়া গ্রাম – ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
৫. মোঃ জয়নাল আবেদীন (৫০), আলোকদিয়ার গ্রাম – ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
প্রশাসনের কড়া বার্তা
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও যুব সমাজকে রক্ষায় শাহজাদপুরে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।