
কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস—১৬ ডিসেম্বর ২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম প্রহরেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা মাসফিকা হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পরবর্তীতে শাহজাদপুর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সামাজিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মনোমুগ্ধকর কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এদিকে দুপুরে শাহজাদপুরে বিভিন্ন রাজনৈতিক দলের পৃথক কর্মসূচিও অনুষ্ঠিত হয়।