কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
শাহজাদপুরে ১২ আগস্ট যেন হয়ে উঠল স্বপ্ন আর সম্ভাবনার মহামিলনমেলা। ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এই শপথের মঞ্চে শতাধিক তরুণ-তরুণী হাতে পেল কোটি টাকার ঋণ, সনদ আর আত্মনির্ভরতার চাবিকাঠি। মঞ্চে উঠে প্রতিটি মুখে ছিল একটাই প্রতিজ্ঞা—বেকারত্বকে হারিয়ে উন্নয়নের সোপানে উঠবে নতুন প্রজন্ম।
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। প্রতিপাদ্য—“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। সকাল ১১টায় শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম. মনিরুজ্জামান।
অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন।
উপস্থিত ছিলেন—
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মকবুল হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী, উপজেলা মৎস্য অফিসার ইলোরা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
প্রধান অতিথি মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন—
“যুব উন্নয়ন কার্যক্রমের লক্ষ্য একটাই—যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলা। স্বাবলম্বিতা এলে বদলাবে দেশের অর্থনৈতিক মানচিত্র।”
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীও তরুণদের অর্থনৈতিক মুক্তির জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জনকে বায়োগ্যাস প্রশিক্ষণের সনদপত্র ও ২০ জনকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। বায়োগ্যাস প্রকল্পের জন্য ৩ জনকে প্রদান করা হয় মোট ৪ লাখ ৩০ হাজার টাকা। সনদপ্রাপ্তদের মধ্যে একজন আবেগভরা কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।