মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এলংজানী উচ্চ বিদ্যালয়ে ২৪ জুলাই রোজ বৃহস্পতিবার ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ২০২৫।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাই এ সমাবেশের মূল উদ্দেশ্য। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণ, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পারিবারিক পরিবেশে পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম বলেন,
"শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আশা করি অভিভাবকদের সক্রিয় ভূমিকা আমাদের সফলতার পথ আরও সুগম করবে।"
অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এবং সন্তানের পড়াশোনার অগ্রগতিতে নিয়মিত খোঁজখবর রাখা ও বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় রাখার অঙ্গীকার করেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।