 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ মাইনুল ইসলাম লাল্টুঃ সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অগ্নিকান্ড সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের প্রতিটি পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২৭ হাজার ৫’শ টাকা ও পানিতে ডুবে নিহত দুটি পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আর্থিক অনুদানের চেক প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজামুল হক রানা, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া, দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম আজম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হক হায়দারী সহ অন্যনা।