সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা
মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ রাজশাহীতে খাদ্য বিভাগের গাফিলতি : ডিসি ফুড ও আরসি ফুডের ছত্রছায়ায় লুটপাট ফরিদগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণজাগরণ: লিফলেট বিতরণ ও গণসংযোগে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত দাউদকান্দি উপজেলার, মলয় বাস স্ট্যান্ডে স্বপ্নের ,ড্রিম মল শপিং কমপ্লেক্স শুভ উদ্বোধন। মহিপুরি পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা,,, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথা স্মরণে শাহজাদপুরে অশ্রুসিক্ত শ্রদ্ধা — আলোচনায় শিক্ষাবিদদের হৃদয়স্পর্শী স্মৃতিচারণ রাজশাহীতে চাঁদা না পেয়ে বিদ্যালয়ে হামলা: প্রধান ফটকে ঝুলছে তালা শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান কন্যা শিশুই জাতির ভবিষ্যৎ— তাদের স্বপ্নই হোক দেশের প্রেরণা” শাহজাদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্র দু’জনকে কুপিয়ে জখম, রাংগাবালী আদালত পরিদর্শনে জেলা ও দায়রাজজ শহিদুল ইসলাম — অবকাঠামো উন্নয়ন ও মিনি কারাগার নির্মাণের আশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ঝিনাইদহে গণমাধ্যম কর্মীদের টাইফয়েড টিকাদান কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রমাণ আছে : আমিনুল হক গলাচিপায় এনজিও কর্মীর দ্বারা নারী নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর বিচার দাবি রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ সাংবাদিক মহিউদ্দিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন**

শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বুরো প্রধান সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের নেতৃত্বে অভিযান — দুইজনকে কারাদণ্ড, একজন আটক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে বুধবার (৮ অক্টোবর) দিনব্যাপী এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানটি পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায়। অভিযান চলাকালে অবৈধভাবে মাদক সেবনের অপরাধে দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে যথাক্রমে এক মাস ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ইয়াবা ও হেরোইন বিক্রয়ের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি পুরো পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে তোলে। শিবগঞ্জ থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।” তিনি আরও জানান, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও প্রশংসার সুর দেখা দেয়। এলাকাবাসী বলেন, “এ ধরনের অভিযান আরও ঘন ঘন হওয়া উচিত। এতে যুব সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে।” উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী অভিযান শুধু আইন প্রয়োগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন হিসেবেও গড়ে তোলা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে শিবগঞ্জ উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। “মাদকের কালো থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শিবগঞ্জ প্রশাসন বদ্ধপরিকর।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991