মোঃ মিজানুর সরকার (জেলা প্রতিনিধি টাঙ্গাইল)
টাঙ্গাইল ভুঞাপুর উপজেলার রুহুলি গ্রামে শিয়ালের আক্রমণে আতঙ্ক ৯, সচেতনতাই কমবে ঝুঁকি। সচেতনতা আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
সম্প্রতি উপজেলার রুহুলী গ্রামে গত মঙ্গলবার থেকে শুক্রবার 28 নভেম্বর পর্যন্ত বেশ কয়েক জায়গায় শিয়ালের আক্রমণের ঘটনা ঘটেছে।
এতে রুহুলি গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা য়ায়, এই গ্রামের ৫-৬ জন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়েছেন।
আহত সকলেই দ্রুত হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় (বেসিক ভ্যাকসিন) গ্রহণ করেছেন। ঘটনার প্রেক্ষিতে বহু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরুরী পার্থ পোস্ট করে জনসাধারণের প্রতি সতর্কতা জারি করেছেন।
তিনি বলেন শিয়ালের এসব আক্রমণে বেশ কয়েকজন মানুষ ও কিছু গৃহপালিত প্রাণী আহত হওয়ার খবর পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসার তার বার্তায় নিরাপত্তা নিশ্চিত করতে নির্জন পথে একা চলাচল থেকে বিরত থাকার এবং সর্বদা সর্তকতা অবলম্বনের জন্য সবার প্রতি অনুরোধ জানান।
তিনি আরো বলেন কেউ শিয়ালের কামড়ে আক্রান্ত হলে কোন প্রকার দেরি না করে দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করার অত্যন্ত জরুরী।
তিনি জরুরী প্রতিকার ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে উপজেলার পৌরসভা বনবিভাগ স্বাস্থ্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও স্থানীয় সরকারকে গঠনমূলক ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহবান করেছেন। সামাজিক সচেতনতা সৃষ্টি করতে সকলের সহযোগিতা কাম্য করেছেন।