ইমরান খান-সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
শীতের সকালে কুয়াশার আবির্ভাব এ যেন এক অদ্ভুত ঘটনা।ডাঙ্গা পাড়া থেকে নতিবাড়ী যাওয়া অপূর্ব এ সুন্দর রোডে দেখা গিয়েছে কুয়াশায় ঘেরা এক অপূর্ব সকাল। এ সকালে গা গরমের জন্য ছেলে থেকে মেয়েরা বিভিন্ন রং এ ভরপুর ঠান্ডার পোশাক পরিধান করে মেতে আছে কেউবা ব্যায়ামে,কেউবা খেলাধুলায় আবার কেউবা তাদের যার যে কাজ সে কাজের উদ্দ্যেশে।
আজ ২৫ নভেম্বর রোজ (মঙ্গলবার) ডাঙ্গা পাড়া থেকে নতিবাড়ী যাওয়ার পথে কুয়াশার এক অপূর্ব মিশ্রণ দেখতে পায় এলাকাবাসী।এলাকাবাসীর তথ্য সূত্রে জানা যায়,এবছরে ঠান্ডা কয়েক দিন আগ থেকে শুরু হলেও কুয়াশা সেরকম তারা দেখতে পায় নি কিন্তু আজকের আবহাওয়ার মধ্যে কুয়াশার এ মিশ্রণ যেন তাদের অবাক করে দিয়েছে।এটা মনে হয় ছিল এক অভাবনীয় মূহুর্ত।
এ পথে পাড়ি দেওয়া ভ্যান চালক সুলতান বলেন,আমি প্রতিদিন সকালে এ পথ দিয়ে ক্ল্যাসিকাল হ্যান্ডমেট প্রোডাক্টস বিডি.লিমিটেড হাজীগঞ্জ শাখার শ্রমীকদের নিয়ে যাই কিন্তু এরকম কুয়াশা দেখি নি।আজ প্রথম এ কুয়াশা দেখে অবাক হয়ে গেছি।মনে হচ্ছে আমি চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। এ রাস্তা দিয়ে সকালে উত্তরা ইপিজেড যাওয়া বাইক চালক,আরমান এর সাথে দেখা হলে তিনি বলেন ভাই কী করব আজ এমন কুয়াশা বাইক চালাতেই পারছি না মনে হয় উপর থেকে বরব পড়ছে।
ডাঙ্গা পাড়া থেকে নতিবাড়ী যাওয়া রোডে আজকের যে কুয়াশা দেখা যায় এর তাপমাত্রা গুগলে লোকেশন অনুযায়ী দেখা যায় ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মত।এ কুয়াশা ভরা সকালে যেমন ঠান্ডার আবির্ভাব তেমনি অনেকের মনে বেজায় আনন্দ।কারণ যত ঠান্ডা ছেলেরা তত ব্যায়াম বা খেলে তাদের গা গরমের জন্য নিজেকে প্রস্তুত করে।আজকের এ আবহাওয়া যেন এক অভাবনীয় প্রাকৃতিক বৈচিত্র্য যা আমাদের নতুন নতুন শিক্ষা অর্জনে সহায়তা করে।এ তাপমাত্রায় কারো কোনো ক্ষতি না হলেও ঠান্ডায় ভুগছে কিছু সাধারণ নিরীহ বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে অভাবী দিনমজুরেরা।