নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আঁশগ্রাম দক্ষিণ পাড়া পাকার মাথা হইতে ছলুর বাড়ি পর্যন্ত জনগণের চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে আদলা ইট ফেলে রাস্তা সংস্কার করে দিলেন ভবানীপুর ইউনিয়নের কৃতি সন্তান জেটেব বগুড়া জেলা শাখার সভাপতি ইঞ্জি: মোমিনুল হাসান মুন্না।
সোমবার (৭ জুলাই) আঁশগ্রামের জনৈক মোঃ আফছার আলী জানান আটাইল রাস্তার চারমাথা থেকে হাফ কিলোমিটার রাস্তা পিচঢালা হয়েছে কয়েবছর আগে, পাকার মাথা থেকে আঁশগ্রাম দক্ষিণ পাড়া পর্যন্ত রাস্তা একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত কাঁদা হয় চলাফেরা করতে অনেক কষ্ট হয়।
তিনি আরও জানান স্থানীয় সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে রাস্তার বেহাল দশার চিত্র ফেসবুকে পোস্ট দিলে তাৎক্ষণিক ইঞ্জি:- মোমিনুল হাসান পোস্ট দেখে জানান আমি আমার সামর্থ্য অনুযায়ী রাস্তার বিষয়টি দেখবো।
সে আজ কয়েকগাড়ি ইটের আদলা পাঠিয়েছে এগুলো দিয়ে আমরা রাস্তা সংস্কার করে নিচ্ছি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন বাবাজিকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুক।
স্থানীয় সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম রাকিব এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ইঞ্জি: মোমিনুল হাসান মুন্না ভাই অত্যন্ত ভালো মনের মানুষ আমি রাস্তা বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেই, ভাই দেখা মাত্রই জনগণের পাশে দাঁড়িয়েছেন নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিলেন, আমরা এলাকাবাসী তাঁর নিকট কৃতজ্ঞ।
আঁশগ্রাম, আমিনপুর,ছোনকা, ভবানীপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা যায় ইঞ্জিঃ মোমিনুল হাসান মুন্নার কাছে কেউ এলাকার উন্নয়ন বা ব্যাক্তিগত সমস্যা নিয়ে গেলে তিনি কাউকে খালি হাতে ফেরান না।
সে ছাত্র জীবন থেকেই খুবই দয়ালু ও এলাকার গরীব অসহায় হতদরিদ্র মানুষের সুঃখে দুঃখে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকেন।
ইঞ্জিঃ মোমিনুল হাসান মুন্নার সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে তিনি জানান আমি এই এলাকার সন্তান। ছোট থেকে এখানেই আমার বেড়ে উঠা। আমি ঋণী অত্র এলাকা এবং এলাকার মানুষের কাছে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী আজীবন চেষ্টা করে যাবো মানুষের পাশে থাকার। আল্লাহ যেন আমৃত্যু সেই তৌফিক আমায় দান করেন।