
মো. মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ :-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান।
এতে প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ, প্রবাসী পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে প্রবাসীরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একই সঙ্গে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতকরণ, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দালালচক্রের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহফুজুর রহমান বলেন,
“প্রবাসীরা আমাদের গর্ব। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠান শেষে প্রবাসীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।